কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে পীর হযরত বুলাহ্ সৈয়দ (রঃ) এর মাজারে বার্ষিক ওরছ শরীফ উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুরে পীরের দরগাহ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির সিনিয়র সহ—সভাপতি রবিউল ইসলাম গাজীর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য শাহ আলমের সঞ্চালনায় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মিু্ক্তযোদ্ধা আব্দুল হাকিম। এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুবর রহমান, রফিকুজ্জামান রুমি, ক্বারী মাওঃ আবু মুসা, মাওঃ আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আলেম—ওলামা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ পীর ভক্ত বিভিন্ন শ্রেণি—পেশার মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রতি বছরের ন্যায় এবারও মাজার শরীফ প্রাঙ্গণে আগামি ১লা মাঘ থেকে ৩রা মাঘ পর্যন্ত ৩দিন ব্যাপি বার্ষিক ওরছ শরীফসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।