কালিগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে সংগঠনের সাহিত্য সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রনজিত সরকার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, যুগ্ন সম্পাদক রিপন দত্ত, কোষাধ্যাক্ষ ও ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক অসিতসেন, পূজা সম্পাদক শ্যামল বিশ্বাস, দপ্তর সম্পাদক ঠাকুর দাস কর্মকার, ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের নেতা পূরঞ্জন স্বর্ণকার, রতনপুর ইউনিয়ন পূজা কমিটির সভাপতি হিমাংশু কুমার ঘোষ, শান্তি গোপাল চক্রবর্তী, কালিদাস সরকার, আনন্দ মোহন সরকার, সুদর্শন সরদার, মধুসূদন ঘোষ, দেবপ্রসাদ ঘোষ, বিশ্বজিৎ ঘোরামী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু প্রমুখ। আগামি এপ্রিল মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠনের পর উপজেলা পুজা উদযাপন কমিটির সম্মেলনসহ সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।