কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ থানা পুলিশিং ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিয়র সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় থানার কনফারেন্স রুমে থানার ওসি হালিমুর রহমান বাবুর সভাপতিত্বে ও (সেকেন্ড অফিসার) উপ-পরিদর্শক খবির উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন থানা পুলিশিং ফোরাম নবগঠিত কমিটির সভাপতি কাজী কাউফিল অরা সজল, সহ-সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু ও ইলাদেবী মলিক, সাধারণ সম্পাদক শেখ ফিরোজ কবির কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক এসএম, মমতাজ হোসেন মন্টু, প্রচার সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কোষাধাক্ষ শেখ আবুল খায়ের, সদস্য শেখ মতিয়ার রহমান, মাহফুজুর রহমান, শেখ রিয়াজুল ইসলাম, কাজী সাইফুলাহ, জিলুর রহমান, হারুণ অর রশিদ, শেখ ইকবাল আলম বাবলু, আরিফুর রহমান বাবু, জাহিদ হাসান, শেখ ফিরোজ আলম ও সাজেদুল হক। এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুলাহ।