বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবাসায়ীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মরহুম হয়েত আলী গাজীর ছেলে আবদুল হান্নান (৫১) ও শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মরহুম ইন্তাজ আলীর ছেলে ইসরাফিল গাজী (৫৭)। জানা গেছে, কালিগঞ্জ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া এলাকায় মাদক বিক্রিকালে ৫১ পিস ইয়াবাসহ আবদুল হান্নানকে আটক করে। অপর অভিযানে পুলিশ ভাড়াশিমলা ইউনিয়নের কুকোডাঙ্গা এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ ইসরাফিল গাজীকে আটক করেছে। থানার অফিসার ইনচার্জ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক ২ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।