কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে আসন্ন জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোউৎসব পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে (২ আগস্ট) শুক্রবার বেলা সাড়ে ১০টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষে‘র সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি কৃষ্ণপদ সরকার, রনজিৎ সরকার, অসিত সেন, রনজিৎ সরকার, যুগ্ম সম্পাদক রিপন দত্ত, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, প্রকাশনা বিষয়ক সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সমাজ কল্যাণ সম্পাদক মিলন কুমার সরকার, কোষাধ্যক্ষ বরুণ কুমার ঘোষ, প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, ইউনিয়ন সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, বিশ্বজিৎ ঘোরামী, কুরঞ্জন স্বর্নকার, আনন্দ সরকার, মধুসূদন ঘোষ, রাম কৃষ্ণ মন্ডল, গোপাল সরকার, রবিন্দ্রনাথ বাছাড়, প্রমিলা মন্ডল প্রমুখ। আলোচনা সভার শুরুতে কোটা আন্দোলনে নিহতদের স্বরণে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া শ্রীকৃষ্ণের জম্মদিন (জন্মাষ্টমী) যথাযথভাবে পালন, ভাবগম্ভীর্য্যের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন, এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্মরণিকা প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।