কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে উপজেলা পর্যায়ে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণে প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দ্বারা নির্বাচিত সাইক্লোন শেল্টারের পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন সভায় পাইলট প্রকল্পের সার্বিক বিষয় গুলি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ক্রিম প্রকল্পের সিনিয়র সোশ্যাল স্পেশালিস্ট মহিউদ্দিন পাটোয়ারী। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা এলজিইডি দপ্তরের কনসালটেন্ট জাকির হোসেন, সহকারী প্রকৌশলী সফল দাশ, উপসহকারী প্রকৌশলী শেখ ওমর। অবহিত করণ সভা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু প্রমুৃখ।