কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তিদের ১১দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সুবর্ণ নাগরিক সংস্থার আয়োজনে গতকাল বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, প্রতিবন্ধদের মাসিক ভাতা ন্যূনতম ৫ হাজার টাকা, শিক্ষা উপবৃত্তি মাসিক ২ হাজার টাকা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা ও উপবৃত্তি উভয় বরাদ্দ দেওয়া, প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে নিয়োগে বিশেষ নীতিমালায় কোটা প্রণয়ন করাসহ ১১দফা দাবি জানানো হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন এলাকার প্রতিবন্ধী, সাধারণ মানুষ ও উপস্থিত ছিলেন।