কালিগঞ্জ প্রতিনিধি \ “মানবতার কল্যাণে প্রত্যয় করবে সবার মন জয়” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার সেকেন্দার নগর চৌমুহন রংধনু কমিউনিটি সেন্টারে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান আজগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব মাহবুব আলম। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, প্রত্যয় গ্রুপের কার্যক্রম প্রশংসনীয়, ধারাবাহিক উন্নতি ও সাফল্যের কামনা করছি। প্রত্যয় গ্রুপ ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সুসংগঠিত প্রতিষ্ঠান। দক্ষতা, সততা ও সুনামের সাথে কাজ করে মানব কল্যাণে বিশেষ অবদান রাখছে। প্রত্যয় গ্রুপের শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয় আইডিয়াল স্কুল ইতোমধ্যে নৈতিক ও আদর্শিক শিক্ষার মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রত্যয় গ্রুপের শরিয়া বোর্ডের চেয়ারম্যান মাও: মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড: শেখ আব্দুস সাত্তার, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, খুলনা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, অধ্যাপক মোসলেম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাও: আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারী সহকারি অধ্যাপক আব্দুর রউফ, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, এম, হাফিজুর রহমান শিমুল, প্রত্যয় গ্রুপের উপদেষ্টা এ্যাড হাফিজুর রহমান, শিক্ষক আফতাব উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার আহ্বায়ক আমির হামজা, সদস্য সচিব মারুফ হাসান, এবং কলারোয়া উপজেলা প্রত্যয় গ্রুপের শাখা ব্যবস্থাপক আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে প্রত্যয় গ্রুপের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের নেতৃত্বে শাখা ব্যবস্থাপকরা অতিথি বৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পরিয়ে বরণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামী অফিস সেক্রেটারি ও জেলা ছাত্র শিবিরের সভাপতি মাও: রুহুল আমিন। বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, প্রত্যয় গ্রুপের শেয়ারহোল্ডার, শরিয়া বোর্ডের সদস্য সহ প্রত্যয় গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।