কালিগঞ্জ ব্যুরোঃ প্রাকৃতিক দুর্যোগৈ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মিয়ারাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা)। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। এ সময় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মঝে ঢেউটিন ও নগদ অর্থ ৩০০০টাকা করে মোট এক লক্ষ ২৯ হাজার টাকা বিতরন করা হয়েছে।