কালিগঞ্জ প্রতিনিধি \ সুন্দরবন ও পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক এবং পলিথিন দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কালিগঞ্জে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ মে) রোববার বেলা ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, এম, হাফিজুর রহমান শিমুল, এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান এবং রেডিও নলতার স্টেশন ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ শুধু মানুষের জন্যই নয়, বরং সামুদ্রিক জীববৈচিত্রের জন্য মারাত্মক হুমকি। এই দূষণ সরাসরি সুন্দরবন ও উপক‚লীয় জীববৈচিত্র ধ্বংস করছে। প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় পর্যায়ে মানুষদের সচেতন করতে ছোট ছোট অনেক উদ্যোগ গ্রহন করা হচ্ছে। আমাদের এলাকাতেও এই ধরনের সচেতনতা তৈরি করা জরুরী। একমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করা সম্ভব। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, ইউপি সদস্য, ইমাম, উপজেলা যুব ফোরামের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা। সবাই একমত পোষণ করেন যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হলে এখনই আমাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।