কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে ফেনডিলসহ আনন্দ বিশ^াস (৪০) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার কাশিমপুর এলাকা থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। সে ওই গ্রামের অনিল বিশ^াসের ছেলে। মাদকের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক আবু জাফরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে সোমবার মধ্যরাতে ধলবাড়িয়া ইউনিয়নের কাশিমপুর নিজ বাড়ির সামনে থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে তাকে আটক করে। থানার অফিসার ইনচার্জ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় ২৪ নম্বর মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।