কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে গোবিন্দপুর পলীমঙ্গল তরুণ সমিতির আয়োজনে গ্রামীন চক্ষু হাসপাতালের উদ্যোগে চোখে ছানি পড়া, পানি ঝড়া, চোখ চুলকানো রোগীসহ প্রায় দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবাসহ স্বল্প মূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। গোবিন্দপুর পলীমঙ্গল তরুণ সমিতির আহবায়ক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান ও সমিতির সদস্যবৃন্দের সার্বিক ব্যবস্থপনায় ফ্রি চক্ষু চিকিৎসা মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা আলহাজ্ব গাজী শওকাত হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন গোবিন্দপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির উপদেষ্টা জিএম, ফজর আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।