বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জে উপজেলা ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে ৩ অক্টোবর সোমবার সকাল ১১ টায় “স্বেচ্ছায় করব রক্তদান, হাসবে রোগী বাচবে প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে নলতা ডায়াবেটিক সেন্টার ও ডিজিটাল ল্যাব এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্র“পিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, মহিলা সদস্য মাহফুজা খাতুন, কালিগঞ্জ উপজেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফিরোজ আহমেদ, সদস্য আতিকুর রহমান, নাছির উদ্দিন, সাইদুর রহমান, সজীব খান, নাজমুল ইসলাম, বাবলু রহমান প্রমুখ।