কালিগঞ্জ প্রতিনিধি\ “সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে ফ্রি-চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ সরকারি কলেজের হোস্টেল প্রেরণার প্রধান কার্যালয়ে দিনব্যাপি ফ্রি প্রেরণা‘র কার্যনির্বাহী কমিটির সভাপতি ইলাদেবী মলিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেরণা‘র নির্বাহী পরিচালক শম্পা গোস্মামী। শিল্পকলা একাডেমির সাধারণ সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার ওসি হালিমুর রহমান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যিক ও প্রবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, সম্পাদক কল্যান ব্যানার্জি, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম, জাফরুল আলম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রবীর মুখার্জি, ওসিসি কর্মকর্তা আবু হাই সিদ্দিকী সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, নারী উন্নয়ন সংগঠন নকশিকাঁথার নির্বাহী পরিচালক চন্দ্রিমা ব্যানার্জি, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সদস্য আশেক মেহেদী, প্রভা এনজিওর নির্বাহী প্রধান শাম্মী আক্তার, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এ্যাসোসিয়েট অফিসার (সেল্প) হাবিবুর রহমান প্রমুখ।