কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় তারা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। রানার্স-আপ হয় ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ দল। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে পয়েন্টের ভিত্তিতে ফাইনাল খেলায় দক্ষিণশ্রীপুর ইউনিয়ন দল ও ভাড়াশিমলা ইউনিয়ন দল একে অপরের মুখোমুখি হয়। নির্দ্ধরিত সময়ে খেলায় গোল শূন্য-ড্র হলে ট্রাইবেকারে দক্ষিণশ্রীপুর ইউনিয়ন দল ৪ গোল ও ভাড়াশিমলা ইউনিয়ন দল ১ গোল করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় উপস্থিত ছিলেন অনুর্ধ্ব-১৭ বালক গোল্ডকাপ টুর্ণামেন্টের আহবায়ক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, গোবিন্দ মন্ডল, শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুলাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক আশেক মেহেদী, কোষাধ্যাক্ষ শামছুল হুদা কবির খোকন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি, সদস্য সৈয়দ মোমিনুর রহমান। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় ভাড়াশিমলা ইউনিয়ন দলের খেলোয়াড় আসাদুর রহমান সাদ। সেরা খেলোয়াড় নির্বাচিত হন দক্ষিণশ্রীপুর ইউনিয়নের খেলোয়াড় ইয়াসিন এবং সেরা গোলরক্ষক একই দলের সাইদুর রহমান। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স-আপ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।