কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী শেখ মেহেদী হাসান সুমন। ফাইনালে রতনপুরত ইউনিয়ন পরিষদ বনাম ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। রতনপুর ইউনিয়ন পরিষদ দল চ্যাম্পিয়ন ও ভাড়াশিমলা ইউনিয়ন দল রানার্স আপ হন। সকালে একই মাঠে টুর্নামেন্টের রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে রতনপুর, ভাড়াশিমলা ও তারালী তিনটি দলের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পয়েন্টের ভিত্তিতে রতনপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল ও ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ ফুটবল দল ফাইনালে মুখোমুখি হয়। বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলীর সভাপতিত্বে এবং ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, শেখ আনোয়ার হোসেন, ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আশেক মেহেদী, চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন ইসমাইল হোসেন মিলন। ম্যান অব-দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দ। ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শকদের সমাগম ঘটে।