কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচীর এর শুভ উদ্ভোধন হয়েছে। গতকাল বেলা ১১টায় কাটাখালী ব্রিজ সংলগ্ন স্মার্ট এগ্রো টেকনোলজি পার্ক ও শস্য মিউজিয়াম সংলগ্ন যমুনা খালের পাড়ে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন। পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পথকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলীল উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ অসীম উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ। অনুষ্টানে শিক্ষক, কৃষিক, সুধিজন, সাংবাদিক উপস্থিত ছিলেন।