কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের পল্লীতে বজ্রপাতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৯ মে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টায় কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রাম। বজ্রপাতের শিকার কিশোর ঐ গ্রামের এশার আলী কাগুচীর পুত্র মোঃ শিমুল হোসেন (১৪) নিহতের মা শিরিনা পারভীন ও নানা আব্দুল কুদ্দুস জানান শিমুল হোসেন তার মায়ের কাছ থেকে একটা ডিম সিদ্ধ খেয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি থেমে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিমুল বাড়িতে না আসায় তার মা তাকে খুঁজতে যায়। যেয়ে দেখে নদীর পাড়ে মাটিতে পড়ে আছে। মায়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটি যেয়ে তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসক মোঃ মোস্তাফিজুর রহমান মনুকে খবর দিলে সে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করে। পরে থাকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে শেষবারের মতন দেখার জন্য হাজার হাজার লোকের সমাগম হয়। এদিকে ছেলেকে হারিয়ে মা বাবা সহ তার পরিবারের সদস্যরা শোকে পাথর প্রায়। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে।