কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে শোভাযাত্রা ও সাংষ্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে পালিত হলো পহেলা বৈশাখ। ১৪ এপ্রিল সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর নেতৃত্বে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদঙ্গিণ করে উপজেলার অডিটরিয়ামেএসে সংষ্কৃতিক অনুষ্টানে মিলিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, এম হাফিজুর রহমান শিমুল, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও এনজিও কর্মি উপস্থিত ছিলেন।