কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে বাঁধনহারা সাহিত্য পরিষদের উদ্যোগে ৮ গুণী ব্যাক্তিকে (বাঁধনহারা পদক) প্রদান ও গল্প গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আযহার পরের দিন বিকেল ৩টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদক প্রদান ও গল্প গ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। বাঁধনহারা পদক পাচ্ছেন (শিক্ষাবিদ) ড. মোহাম্মদ আব্দুল গফফার, (গবেষণায়) নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, (জাতীয় সাংবাদিকতায়) দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা, (আঞ্চলিক সাংবাদিকতায়) দৈনিক জন্মভূমির কালিগঞ্জ প্রতিনিধি শেখ সাইফুল বারী সফু, (কবিতায়) কবি স.ম. তুহিন, (ইসলামী প্রবন্ধে) প্রবন্ধকার মোস্তফা ইউসুফ আলম, (প্রবন্ধে) প্রবন্ধকার জাহিদুর রহমান ও (সম্পাদনায়) লেখক ও সাহিত্যিক ইয়াসিন মাহমুদ। ঢাকা আল-আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক রবিউল বাশারের সভাপতিত্বে সাহিত্যের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনজুর ইলাহী। প্রধান আলোচক থাকবেন কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রিন্সিপাল মাহবুবর রহমান মুকুল। বিশেষ অতিথি থাকবেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভিন, সখিপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক ওমর ফারুক, কাঠুনিয়া রাজবাড়ি কলেজের অধ্যাপক ড. মিজানুর রহমান, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাঁধনহারা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহারী। সঞ্চালনা করবেন বাঁধনহারা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল ফারুক। ঈদের পরদিন অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।