কালিগঞ্জ প্রতিনিধি \ আগামি ১৪ মার্চ বাঙালির আবহমান কালের ঐতিহ্য ও সংস্কৃতি উৎসব বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ যথাযোগ্য উদযাপনের লক্ষ্য কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, প্রাণীর সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার—দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক কণিকা সরকার, অবসর প্রাপ্ত শিক্ষিকা ইলাদেবী মল্লিকসহ বিভিন্ন স্কুল—কলেজের শিক্ষক—শিক্ষিকা, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভার সিদ্ধান্ত সমূহঃ নববর্ষের দিন সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শেষে পান্তা—ভোজ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও হাজার বছরের বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে নানা ধরণের আয়োজন থাকবে।