কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জ উপজেলার জামি”আ এমদাদিয়া তা”লীমুল কোরআন বাজারগ্রাম রহিমপুর মাদরাসার সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় মাদরাসার সম্মেলন কক্ষে মাদরাসার মুহতামিম পীরে কামেল মাওলানা অজীহুর রহমানের সভাপতিত্বে ৩১৩জন বদরী সদস্যের সম্মেলনে প্রায় সকল সদস্য উপস্থিত থেকে মাদরাসার সকল উন্নয়ন অবকাঠামোর বিষয়ে মতামত প্রকাশ করেন। মাদরাসার বার্ষিক ৩ দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের বিষয়ে অনেক প্রয়োজনীয় সিন্ধান্ত গৃহিত হয়। উপজেলার সদর ও সকল অঞ্চাল হতে আগহ মাদরাসা ভক্তগনের উপস্থিতিতে মাদরাসা চত্ত¡র পূর্ন হয়ে ওঠে। সম্মেলনের মাদরাসার সিনিয়র শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিজন বক্তব্য রাখেন। সম্মেলনে কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয় এবং মাদরাসার মুহতামিম পীরে কামেল মাওলানা অজীহুর রহমান আগামী ২৩,২৪,২৫ ডিসেম্বর ২২ তারিখের ৩ দিন ব্যাপি তাফসিরুল কোর আন মাহফিলকে সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষে সকল উপস্থিতির নিকট সহযোগীতা কামনা করেন। পাশাপাশি সকলকে মাহফিলে উপস্থিত হয়ে সফল করার আহব্বান জানান।