কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার তদরকি করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা হতে নাজিমগঞ্জ বাজার কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দের সাথে নিয়ে নাজিমগঞ্জ বাজারের সকল পট্টি ও বাজারে দূর দুরান্ত থেকে আগত ক্রেতাদের সাথে কথাবার্তা বলেন। বাজারে কোনরকম কারচুপি, সিন্ডিকেটের মধ্যস্বত্ত ভোগীর দৌরত্ব, সিন্ডিকেট, মূল্য বৃদ্ধি সহ কোনরকম অনিয়ম চলছে কিনা। সাথে তিনি বাজারের সকল ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করলেন এবং দোকানে দোকানে যেয়ে সকল বিক্রেতাদেরকে সতর্ক করে দেন। সব রকমের বিক্রেতাদের তাদের বিক্রয় মূল্য টানিয়ে রাখার জন্য নির্দেশ প্রদান করেন। বাজারের সকল কাপড় ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, মুদি দোকান তরমুজ, ফলফালারি ও কাঁচামাল সহ সকল প্রকার ব্যবসায়ীদের তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্মুখ দ্বারে দ্রব্যমূল্য টানিয়ে রাখার জন্য কড়াভাবে সতর্কবার্তা সহ নির্দেশ প্রদান করেন। বাজার তদারকির সময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। বাজার তদারকির সময় সাংবাদিকসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও চলমান পবিত্র রমজান মাস উপলক্ষে কোন সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ী কোনরকম দ্রব্যমূল্যের নির্ধারিত দামের বেশি মূল্য বেচাকেনা করলে তাদেরকে আইনের আওতায়ন হবে। কোন অসাধু ব্যবসায়ী বা আড়দ্দার কোন পণ্য বা সামগ্রী মজুদ রেখে কৃত্রিম সংকট করে বেশি দামে বিক্রয়ের অপচেষ্টা করলে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। অপরাধীর হাত যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না।