কালিগঞ্জ ব্যুরো; কালিগঞ্জে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনার বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর আয়োজনে ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল নয়টায় কালিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাসের সভাপতিত্বে স্থানীয় সরকার ইনস্টিটিউ এর উপ-পরিচালক মাশরুবা ফেরদাউস প্রশিক্ষণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,স্থানীয় সরকারের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হল ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের আওতায় বহু সম্পদ আছে, এই সম্পদ আহরণের জন্য সরকার ইউনিয়ন পরিষদ কে ক্ষমতা দিয়েছেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনোজ কুমার রায় ভার্চুয়াল আলোচনায় সংযুক্ত হন। এ সময় কালিগঞ্জ উপজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস,জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সরকারি পরিচালক এ জেহাদ সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ইউপি সচিব খান আহাদুর রহমান, ধলবাড়িয়া ইউপি সদস্য এস এম গোলাম ফারুক। এসময় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ও উপজেলা সহকারী প্রোগ্রামার হেমন্দ্রনাথ মন্ডল প্রশিক্ষণ প্রদান করেন।