কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জের বালাপোতা বাবার ধাম থেকে দুটি স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় ২ মহিলা আটক হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়, গতকাল সকাল ১০ টায় উপজেলার বাঁশদহা গ্রামের বৃন্দাবন মজুমদারের ভার্সিটি পড়ুয়া মেয়ে জিতা মজুমদার (২২) ও শ্যামনগরের কলবাড়ি গ্রামের স্কুল শিক্ষিকা কল্পনারানী গাইন (৩৮) এর নিকট থেকে ১৪ আনা ও ৯ আনা ৩ রতি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই হয়। জিতা মজুমদারের চেইন কেটে পালানোর সময় ছিনতাইকারী চক্রের দুই মহিলা সদস্য সাজিদা ওরফে স্বপ্না (২৩) ও পারভীন (২৫) কে আটক করে। তবে তাদের নিকট থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে চোর চক্রের সদস্য একাধিক হওয়ায় চেইন অন্য কারো হাতে দিয়ে দেয়। তারা বলেন তাদের দুই জনের বাড়ি সিলেট জেলায় কিন্তু তারা রংপুর বস্তিতে থাকে। তাদের কথামত তারা দুজনেই স্বামী পরিত্যক্তা এবং দুইজনের একটি করে মেয়ে আছে। বাবার ধাম কর্তৃপক্ষ ছিনতাই চক্রের সদস্যদের আটক করে চাম্পাফুল ইউনিয়ন পরিষদে আনলে চেয়ারম্যান মোজাম্মেল হক তাদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান দুই মহিলা আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন।