কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফুকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ মে) রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময় অনুষ্ঠানের পূর্বে নবগঠিত কমিটির সভাপতি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বাছাড়ের সভাপতিত্বে মতবিনিময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, শিক্ষক প্রতিনিধি কাওসার আলী, অভিভাবক প্রতিনিধি রুহুল কুদ্দুস, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও বাবলা আহমেদসহ সহকারী শিক্ষক নাজমুন নাহার, নিত্যানন্দ সরকার, গৌতম কুমার সরদার, বাসুদেব ঘোষ, মুজিবর রহমান, তপন কুমার ঘোষ, কনিকা সরকার, শাহাজান আলম, জিএম, রায়হানুস সিদ্দিক, সনজিৎ কুমার ঘোষ, রওশনারা খাতুন, মিনারা খাতুন, শ্রাবনী সরকার, তুহিন হুদা, জিয়াউর রহমান, রঞ্জিতা রানী দাস, প্রমিলা বালা মণ্ডল, শান্তি বালা, শেখ আফছার উদ্দীন, শেখ জাহিদুল বারী, এস. এম. সাইদুজ্জামান এবং অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে এডহক কমিটির সভাপতি বলেন, পড়াশোনা ছাড়া কোনো জাতি উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন ও পাঠদানে গুণগত পরিবর্তন আনতে আমরা নিরলসভাবে কাজ করবো। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বদ্ধপরিকর। যতদিন থাকবো সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।