কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা‘র সভাপতিত্বে ও শ্যামনগর ব্র্যাক অফিসের অফিসার মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। ব্র্যাকের সামজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) এর সহযোগিতায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, গোবিন্দ মন্ডল, আলিম আল রাজী টোকন, লেডিসক্লাবের সম্পাদিকা ইলাদেবী মলিক, শিক্ষার্থী দিদারুল আহছান ও শাহারীন নিগার। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সূধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পরিচালনা করেন কালিগঞ্জ ব্র্যাক এ্যাসোসিয়েট অফিসার সেল্প হাবিবুর রহমান।