কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জ বিএনপি‘র উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামানায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। (১৫ আগস্ট) বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শাহাজান সিরাজ, বিএনপি নেতা আক্তারুজ্জামান বাপ্পী, নুরুজ্জামান, খায়রুল আলম, আলহাজ্ব মোজাফ্ফার হোসেন, রফিকুল ইসলাম খোকন, ইউনিয়নের সভাপতি শেখ সিরাজুল ইসলাম বাবলু, যুব দলের আব্দুল আজিজ, ছাত্র দলের ফরহাদ সাদ্দাম, শেখ পারভেজ ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি সভাপতি হাফেজ আব্দুল মজিদ।