কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে বিএনপি‘র নেতৃবৃন্দের সাথে পূজা উদ্যাপন পরিষদের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১০আগস্ট) শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপি‘র দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আলহাজ্ব শেখ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা নুরুজ্জামান, হাফিজুর রহমান বাবু, রবিউল ইসলাম, আজিজুর রহমান, শেখ মোজাফফর হোসেন, রবিউল্লা বাহার, যুবদল নেতা কাজী রাব্বি হোসেন, আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দলের আব্দুস সেলিম, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি সনৎ কুমার গাইন, সহ-সভাপতি অসিত সেন, সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষ, সমাজ কল্যাণ সম্পাদক মিলন কুমার সরকার, প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, নলতা ইউনিয়নের সাধারণ সম্পাদক পুরঞ্জন স্বর্ণকার প্রমূখ।