শেখ শরিফুল ইসলাম, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে ঃ দেশে তীব্র লোডশেডিং, জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কালিগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে আগষ্ট বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ভদ্রখালী স্টেডিয়াম মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উিপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে হাজার হাজার নেতাকর্মী সমাবেত হয় উক্ত সমাবেশে। সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক, সাবেক পি.পি. অ্যাড. সৈয়দ ইফতেখার আলী’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মোঃ শহিদুল আলম, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক যথাক্রমে শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব। বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ দিদারুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সভাপতি নুর মোহাম্মাদ পাড়, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় নেতা এ্যাডঃ এবিএম সেলিম শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, কালিগঞ্জে জিয়া পরিষদের সেক্রেটারী নুরুজ্জামান পাড়, জেলা ওলামা দলের আহবায়ক প্রভাসক খায়রুজ্জামান রঞ্জু, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল প্রমুখ। কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বক্তারা বলেন দেশব্যাপী চলমান তীব্র বিদ্যুৎ বিভ্রাটের অসহনীয় দুর্ভোগ দূরীকরণ, জ্বালানি তেল ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতি রোধসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। সাতক্ষীরা জেলা ও কালিগঞ্জ, শ্যামনগর, আশাশুনি, দেবহাটা, উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার নেতা কর্মী সমাবেশস্থলে অংশগ্রহনে জনসমুদ্রে পরিণত হয়।