কালিগঞ্জ প্রতিনিধি \ “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে ৪৬তম বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন—এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ বাকী বিল্লাহ, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, শিক্ষক নেতা গাজী মিজানুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি উন্নয়নে অনুপ্রেরণা যোগাবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলায় ৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজের শিক্ষাথীরা কুইজ প্রতিযোগিতার অংশগ্রহণ করে। স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকার করে নলতা মাধ্যমিক বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান করে কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে কালিগঞ্জ সরকারি কলেজ এবং দ্বিতীয় স্থান অধিকার করে রোকেয়া মনসুর মহিলা কলেজ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষাদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবুন্দ।