বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পর্শে পঞ্চানন সরকার (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাঁড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত পঞ্চানন সরকার দাঁড়িয়ালা গ্রামের মৃত অবনী সরকারের পুত্র। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে বসতঘরে বৈদ্যুতিক ফ্যানে সুইচ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে বিষয়টি পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।