কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ মৌসুমে আমন ধানের উলশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রাণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় অফিসার্স কল্যাণ ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। এসময় ১০ জন কৃষকের গ্র“প ভিত্তিতে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এবছর ৩ দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার ১৩‘শ কৃষকদের মাঝে ৬ টন বীজ ধান, ১৩ টন ডিএপি সার, ১৩ টন এমওপি সার বিতরণ করা হবে।