বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর এলাকার দুস্থদের মাঝে গতকাল ২৩ জানুয়ারী সোমবার বিকালে বেসরকারি নারী উন্নয়ন সংগঠন বিন্দু’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগসহ বিন্দুর প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।