কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্য সপ্তাহ উদ্বোধন হয়েছে। “নিরাপদ মাছে ভরব দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদের চত্তর হতে র্যালী বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের পুকুর পাড়ে এসে সকল অতিথির উপস্থিতিতে মাছের পোনা অবমুক্তকরন করে উপজেলা অডিটোরিয়ামে সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,মোঃ আব্দুর রাজ্জাক কোয়ালিটি এ্যাসুরেন্স ম্যানেজার মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগ, বিপুল কুমার বসাক আঞ্চলিক মৎস্য কর্মকর্তা ডি এস টি সি এফ খুলনা অঞ্চাল, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন, নবাগীয়া গনমুখী ফাউন্ডেশনের কো অডিনেটর মোঃ আমিনুর রহমান, স্টেক হোল্ডার মোঃ গোলাম ফারুক। এছাড়া বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মৎস্য চাষি, স্টেক হোল্ডার, মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ,এনজি ও কর্মি, সুধিজন প্রমুখ। অনুষ্টানে ৫জন সেরা মৎস্য চাষি ও খামাড়ীর মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।