কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা মাননীয় প্রধান মন্ত্রি শেখ হাসিনার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও নতুন বই বিতরন করা হচ্ছে। গতকাল সকাল ১০টায় কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বই উৎসব অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ নন্দীর সভাপতিত্বে ও কালিগঞ্জ সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী । অন্যদিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়ন ,কুশুলিয়া ইউনিয়ন,ভাড়াশিমড়া ইউনিয়ন রতনপুর,মেীতলা, ধলবাড়িয়া সহ উপজেলার সকল ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বছরের প্রথম দিনে নতুন বই বিতরন করা হয়।