কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে উপজেলা প্রশাসাশনের আয়োজনে বিশ্বতামাক মুক্ত দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় হতে এক র্যালী বাহির হয়।উক্ত র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে এবং উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ আব্দুস সোবহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,জিয়াউল হক,দৈনিক দৃষ্টিপাত সাংবাদিক শেখ শরিফুল ইসলাম,মিশন মহিলা সংস্থার প্রকল্প কর্মকর্তা শেখ আব্দুলাহ্ ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেন প্রমুখ।অনুষ্টানে উপজেলার বিভিন্ন দফতারের কর্মকর্তা,স্কুল কলেজ মাদ্রাসার প্রধান সহ বিভিন্ন এনজি কর্মকর্তা ,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।