বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে রবিবার বিকেলে বিশ্ব জলবায়ু রক্ষার্থে কালিগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্টাইক-২০২৩ পালিত হয়েছে। বিশ্ব জলবায়ু রক্ষার্থে উপজেলার তারালি চৌরাস্তা মোড় থেকে এক র্যালী বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার হাতে শতাধিক যুব নারী ও পুরুষ ‘‘উই ওয়ান জাস্টিস ক্লাইমেট জাস্টিস’’ শ্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিন্দুর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ এবং বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের জীবন হুমকিতে পড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশ সব চাইতে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি-অনাবৃষ্টি, জলোচ্ছাস, নদী ভাঙন এবং মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। নয়তো অতিরিক্ত কার্বনে নিঃস্বরণের ফলে পৃথিবী জনমানবহীন হয়ে পড়ার আগে চরম দূর্ভোগ পোহাতে হবে।