কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু‘র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা আব্দুলাহ আল-মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. জাফরুলাহ ইব্রাহিম, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তন্ময় হালদার, পলী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন, দৃষ্টিপাতের কালিগঞ্জ প্রতিনিধি এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু প্রমুখ। বক্তারা বলেন, মৎস্য চাষের অভয়ারণ্য কালিগঞ্জকে বাঁচাতে চাইলে খাল খননের বিকল্প নেই। অফুরন্ত সম্পদের ভান্ডার এই উপজেলায় তিনটি বড় বড় নদী রয়েছে। মৎস্য ও কৃষি সম্পদকে রক্ষা করতে নদী গুলো দ্রুত সময়ের মধ্যে খনন করে প্রবাহ সৃষ্টি করতে হবে। ইতিমধ্যে সরকার নদী রক্ষা কমিশন গঠন করে নদী খননের বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আইনজীবি, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।