কালিগঞ্জ প্রতিনিধিঃ “ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সমন্বিত ব্যবহারে পানি সুরক্ষা নিশ্চিত হবে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পানি উন্নয়ন বোর্ড উপ-বিভাগীয় প্রকৌশীর কার্যালয়ের ব্যবস্থাপনায় গতকাল সকাল ১০টায় উপজেলা নির্বাহী পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে তারই সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান, নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ওবায়দুল হক মলিক, উপ-সহকারী প্রকৌশলী তন্ময় হালদার, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, তথ্য ও সাস্কুতিক সম্পাদক আহম্মাদ উল্যাহ বাচ্ছু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পানি উন্নয়ন বোর্ড কালিগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশীর কার্যালয়ের কার্যসহকারী শফিকুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা, জয়ন্ত কুমার মন্ডল, নবকুমার সরকার। এর পূর্বে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।