কালিগঞ্জ প্রতিনিধি॥ “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে বিশ^ তামাকমুক্ত দিবস উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীর সভাপতিত্বে ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা বেলাল হোসেন, থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার রায়, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু প্রমুখ। এর পূর্বে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে।