রবিবার, ১৬ জুন ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জেলা পরিষদের আয়োজনে অনুদানের চেক ও দুঃস্থ, অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন সাতক্ষীরায় ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে ঈদুল আযহা : রাত পোহালেই ঈদ ঃ শেষ মুহুর্তের চেষ্টা পছন্দের গরু ছাগল সংগ্রহের ঃ গ্রামে গ্রামে হাটে বাজারে ও চলছে গরু ছাগল কেনা বেচা কালিগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা শ্যামনগর আটুলিয়া সংসদ উপজেলা চেয়ারম্যানের সংবর্ধনা প্রদান সাতক্ষীরায় ঈদে সড়কে শৃংখলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান কৈখালীতে ঘুর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালিগঞ্জের তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা প্রদান মানব কল্যাণে কাজ করছে প্রজ্ঞা ফাউন্ডেশনঃ নবনির্বাচিত চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দাম্পতিকে অজ্ঞান করে সর্বস্ব লুট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জে চেতাননাশক ঔষধ প্রয়োগের মধ্যেমে বীর মুক্তিযোদ্ধা দম্পতিকে অচেতন করে নগদ টাকা ও সোনার গহনাসহ প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর গ্রামে ঘটে। মারাত্মক অসুস্থ্য অবস্থায় বীর মুক্তিযোদ্ধা তারকনাথ মন্ডল (৭৫) ও তার স্ত্রী সোমা রাণী মন্ডল (৬৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কৃষি ব্যাংক কালিগঞ্জ শাখার কর্মকর্তা দিলীপ কুমার মন্ডল জানান, চাকুরী ও সন্তানদের লেখাপড়ার সুবাদে নলতায় বাসা ভাড়া নিয়ে রয়েছি। অন্যদিকে আমার বড়দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন দীপক কুমার মন্ডল সাতক্ষীরার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন এবং বাবা ও মা দ‘ুজনে গ্রামের বাড়িতে থাকেন। ঐ রাতে বাবা বীর মুক্তিযোদ্ধা তারকনাথ মন্ডল ও মা সোমা রানী মন্ডল খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ৭টার দিকে প্রতিবেশীদের মোবাইলের মাধ্যমে জানতে পারেন যে, তার বাবা ও মা ঘরের দরজা খুলে বের হচ্ছেন না। সকাল সাড়ে ৭টার দিকে তিনি বাড়িতে এসে দেখতে পান দোতালার সিঁড়ির ঘরের দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারী ভেঙে নগদ টাকা ও সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। এর আগে দুর্বৃত্তরা তারা বাবা ও মাকে চেতনানাশক ঔষধ দিয়ে অচেতন করে ফেলেছিলো। এসময় তিনি তাৎক্ষণিক বাবা ও মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাড়িতে কেউ না থাকায় বৃদ্ধ পিতা-মাতাকে চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে স্বর্ণালংকার নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র মিলে প্রায় ৮-৯ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com