বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ গ্যাস ট্যাবলেট খেয়ে আল আমিন শান্ত (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শান্ত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারি গ্রামের রাজমিস্ত্রী শফিকুল ইসলামের পুত্র। জানা গেছে, আল আমিন শান্ত জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধী। পরিবারের পক্ষ থেকে চিকিৎসা করিয়েও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। শুক্রবার সবার অজান্তে সে গ্যাস ট্যাবলেট সেবন করে। কিন্তু পরিবারের কেউ বিষয়টি জানতে পারেনি। হঠাৎ রাত ৯ টার দিকে মৃত্যু হয় তার। এর আগেও আল আমিন শান্ত ৪বার আত্মহত্যার চেষ্টা করেছিল বলে পরিবারের সদস্যরা জানায়। আল আমিন শান্তর মৃত্যুর খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক নকিব পান্নুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। স্থানীয়দের বক্তব্য ও কাগজপত্র পর্যালোচনা করে বুদ্ধিপ্রতিবন্ধী আল আমিন শান্ত’র মৃত্যুর ঘটনাটি আত্মহত্যাজনিত বলে মনে হয়েছে। তাছাড়া পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।