কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে আম্বিয়া খাতুন (৭০) হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক খবির উদ্দীনের নেতৃত্বে পুলিশ উপজেলার ছনকা গ্রামের বাড়ি থেকে নিহতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল (৪৫) ও তার স্ত্রী রোজিনা আক্তার বিউটি (৩৫) কে আটক করেছে। ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। উলেখ, গত ৯ এপ্রিল (শনিবার) ভোরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী আম্বিয়া খাতুন (৭০) এর রক্তাক্ত মরদেহ তার শয়নকক্ষ থেকে উদ্ধার করে পুলিশ। অর্থ ও সম্পত্তি নিয়ে আম্বিয়া খাতুনের দুই ছেলে ও চার মেয়ের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এরই সূত্র ধরে ৮ এপ্রিল দিবাগত রাতে ছোট ছেলে শেখ শরিফুজ্জামানের বাড়ির দো’তলার শয়নকক্ষে আম্বিয়া খাতুনকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেশীদের তরফ থেকে অভিযোগ ওঠে। এ ঘটনায় ৯ এপ্রিল রাতে নিহতের বড় ছেলে আইরিস জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৪)। ঘটনার পর থেকে পুলিশ প্রকৃত হত্যা কান্ডের রহস্য উদঘাটনে তৎপর হয়। মঙ্গলবার সকালে নিহতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান ও তার স্ত্রী রোজিনা আক্তার বিউটিকে গ্রেফতার করে পুলিশ।