কালিগঞ্জ ব্যুরো \ এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য—কে সামনে রেখে, তারুণ্যের উৎসব—২০২৫ উদযাপন উপলক্ষে, উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরন বিষয়ক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। উপস্থিত ছিলেন সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ছাত্র সমন্বয়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ সহ সাংবাদিক, সুধীবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানে বক্তব্যদান কালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল নিরাপদ মাতৃত্ব ও উদ্যোক্তা হওয়ার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।