কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে ফ্রি লাঞ্চিংয়ের উপর ৬০দিন ব্যাপি ফ্রি ট্রেনিং কোর্চের শুভ উদ্ভোধন হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা আইসিটি কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী। তিনি কোচ উদ্বোধন কালে বলেন, বেকার যুবকরা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে ৬০দিনের ফ্রি ল্যাঞ্চিংয়ের উপর ট্রেনিং দেওয়ার দেওয়া হবে। ট্রেনিং পেয়ে যুবকরা যাতে ফ্রি ল্যাঞ্চিংয়ের মাধ্যমে ঘরে বসে আয় করতে পারে সে জন্য ট্রেনিংয়ের ব্যাবস্থা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা ব্যান্ডবাইজ কর্মকর্তা নাসিম শাহাদাত প্রমূখ।