কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে যথাযোগ্য মার্যাদায় বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” স্লোগানকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী, মানব-বন্ধন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সন্মাননা প্রদান কর্মসূচি পালিত হয়েছে।সকালে কালিগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার জয়দেব দত্তের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী কালিগঞ্জ থানার ওসি তদন্ত প্রদীপ কুমার,বিশিষ্ট সাহিত্যিক গাজি আজিজুর রহমান,প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অনুষ্টানে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সুধিজন উপ¯ি’ত ছিলেন। বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ বিভিন্ন দিক বিবেচনায় ৫ টি ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী : ফিরোজা বেগম।শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষিকা রফিকুন নেছা।সাফল্য নারী অনুরাধা ঘোষ।নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু মোছাঃ হামিদা খাতুন ,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী জান্নাতুল মাওয়া।