কালিগঞ্জ প্রতিনিধি\ “কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে ক্লাইমেড-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বাস্তবায়িত পলিমালচ ব্যবহার করে উচ্চমূল্যের ফসল বেগুন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গফ্ফারের রাইস মিল সংলগ্ন এলাকায় উচ্চমূল্যের বেগুন চাষ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা কৃষি সম্পসারণ অধিদপ্তরে উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দীন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের কথা ভেবে কৃষিক্ষাতে বিপুল পরিমান অর্থ ভূতুর্কি দিয়ে যাচ্ছে। পলিমালচ প্রযুক্তি ব্যবহার করে উচ্চমূল্যের বেগুন চাষ করা সম্ভব। এই পদ্ধতিতে চাষ করলে লেবার খরচ কম হয়, জমিতে আগাছা জম্মায় না, কৃষকরা বেশী লাভবান হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিএম, শফিউলাহ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্পসারণ অধিদপ্তর প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এসএম, খালিদ সাইফুলাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কৃষক আব্দুল খালেক, তাপস কুমারসহ অন্যান্য কৃষকবৃন্দ। অনুষ্ঠানে এলাকায় শত শত কৃষক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।