রতনপুর থেকে রেদওয়ান মামুন ॥ কালীগঞ্জে বেড়েছে শীত, অসহায় আর হতদরিদ্ররা শীত বস্ত্রের অভাবে জবুথবু দিন কাটাচ্ছে। কয়েকদিন বেড়েছে বাতাসের প্রকোপ আর কমছে তাপমাত্রা নামছে কুয়াশার সাথে শীত । সড়কে যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকালে সূর্যের আলোর তেজ কম থাকায় শীতের প্রকোপ চলছে বেশি । শীতের কাপড়ের দোকানে ধনী শ্রেণিদের ভিড় দেখা যাচ্ছে, কিন্তু অসহায় আর হতদরিদ্ররা একদিকে যেমন অভাবের তাড়নায় শীত বস্ত্র ক্রয় করতে পারছে না অপরদিকে শীতবস্ত্রের অভাবে সকালে ঘর থেকে বের হতে পারে না। অনেকে সংসার পরিচালনায় অর্থের সন্ধানে শ্রমিকের কাজে যেতে পারছে না। অনেকে কাজে যেতে ব্যর্থ হয়ে না খেয়ে দিন কাটাতে দেখা যাচ্ছে। এ শীত মৌসুমে শীত জনিত মৌসুমি রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছে। শীতে জনজীবনে অনেকটা দূর্ভোগ নেমে এসেছে। এ কারণে ঠান্ডা অনুভূত হওয়ায় কাজ করতে যেয়ে অনেক কষ্ট পোহাতে হচ্ছে তাদের। একই সাথে বৃদ্ধ ও শিশুরা ঠান্ডায় কষ্ট পাচ্ছে। দ্রুত সরকার সহ বিত্তবানদের কাছে শীতবস্ত্রের দাবি ভুক্তভোগী মহলের।