বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

কালিগঞ্জে বৈশাখ বরণে বর্ণিল আয়োজন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে উৎসবমুখর অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা ১৪৩২ নববর্ষ “এসো হে বৈশাখ” যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। (পহেলা বৈশাখ) সোমবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহন করেন সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পাইলট বালিকা বিদ্যালয়, সরকারি কলেজ, রোকেয়া মুনসুর মহিলা কলেজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন। ব্যান্ড বাদ্য বাজিয়ে বর্ণিল সাজে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পান্তা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনী, নৃত্য, সংগীত এবং হাড়িভাঙ্গা খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা শিল্পকলা একাডেমি ও লেডিস ক্লাবের শিল্পীরা “এসো হে বৈশাখ” ও জাতীয় সংগীত পরিবেশন করেন। এসময় নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ, সংগীত পরিবেশন করেন সহকারী শিক্ষিকা কণিকা সরকার, সাথী, রফিকুল ইসলাম ও মিম। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক—শিক্ষার্থী, সুধীজন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ ভাগে জাদু প্রদর্শনীতে আশরাফ আলীর উপস্থাপনায় চমৎকার যাদু উপভোগ করে উপস্থিত দর্শকবৃন্দ, বিশেষ করে নারী ও শিশুরা। মুক্তার হোসেনের জীবন্ত মুরগি খাওয়ার অভিনয় কৌশল সবাইকে চমকে দেয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু। অন্যদিকে, বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা, পান্তা উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি গাজী আজিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলনের পরিচালক মোস্তফা আকতুজ্জামান পল্টু। এছাড়া সুশীলনের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com